Bangladesh Environment Statistics Platform

পরিবেশ পরিসংখ্যানের সংক্ষিপ্তসার

০১. বৈশ্বিক প্রেক্ষাপট:

বৈশ্বিক জলবায়ু একটি পরিবর্তনশীল প্রপঞ্চ। ইহা স্পষ্ঠ প্রতীয়মান যে, গবেষণায় প্রাপ্ত পূর্বানুমানের চেয়েও জলবায়ুর এ পরিবর্তন দ্রৃত গতিতে সাধিত হচ্ছে। গত কয়েক বছর ধরে আবহাওয়ার চরম রুদ্র রূপের বহি:প্রকাশস্বরুপ সংঘটিত ঘূর্ণিঝড় বন্যা, টর্নেডো, বজ্রপাত, খরা, বায়ুর উষ্ণতা ও দাবানল ইত্যাদি দুর্যোগে বিশ্বের প্রায় সমগ্র অঞ্চলই আক্রান্ত হয়েছে। এমনকি আর্কটিক মহাসাগরের নিস্তব্ধ বরফ শৃঙ্গগুলোও দ্রুত গলে যাচ্ছে যা বিশ্বব্যাপী ক্রমশ উদ্বেগ/উৎকণ্ঠা তৈরি করছে। অনেক পার্বত্য হিমবাহ অভূতপূর্ব হারে গলতে শুরু করেছে। ইতোমধ্যে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবগুলো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের মাধমে দৃশ্যমান হচ্ছে। এহেন, জলবায়ু পরিবর্তনের এ নেতিবাচক ধারা আমাদের এ গ্রহের ভূ-প্রাকৃতিক, জীববেচিত্র্য ও বাস্তুসংস্থান ব্যবস্থায় মারাত্মক এবং সম্ভবত স্থায়ী পরিবর্তন আনছে।

২০০৩ সালে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি) যুক্তি দিয়েছিল যে, ‘গত ৫০ বছরে বৈশ্বিক উষ্ণায়ন ত্বরান্বিত করার বেশিরভাগ ঘটনাই মানব সৃষ্ট যার নতুন ও শক্তিশালী প্রমাণক রয়েছে’। জলবায়ুর এ বিরূপ পরিবর্তনের কারণে জনস্বাস্থ্য চরম বিপর্যয়কর পরিবেশের দিকে ধাবিত হচ্ছে। ফলে চরমভাবাপন্ন আবহাওয়ার বিস্তৃতি, ওজোন স্তর হ্রাস, সংকটাপন্ন জীববৈচিত্র্য, খাদ্য উৎপাদন ব্যবস্থাপনায় মাত্রাধিক্য চাপ এবং বিশ্বব্যাপি সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে জনস্বাস্থ্য, খাদ্য সরবরাহ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, সুরক্ষা, সামাজিক পরিবর্তন এবং পানীয়জলের পর্যাপ্ততা এমনকি সর্বসাধারণের উপর জলবায়ু পরিবর্তনের ভূ-প্রাকৃতিক প্রভাব সম্পর্কে আজ অবধি পর্যাপ্ত গবেষণা পরিচালিত হয়নি। উল্লেখ্য যে, মানুষের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নেতিবাচক এবং ইতিবাচক উভয়ই হতে পারে।

বহুসংখ্যক গবেষণায় বলা হয়েছে যে, মানব সমাজে জলবায়ু পরিবর্তনের বর্তমান এবং ভবিষ্যতের প্রভাবকগুলো মাত্রাতিরিক্ত নেতিবাচক হবে এবং তা চলমান থাকবে। বিশ্বব্যাপি দরিদ্র এবং নিম্ন-আয়ের জনগোষ্ঠীর উপর জলবায়ু পরিবর্তনের বেশিরভাগ বিরূপ প্রভাব পড়বে কারণ তাদের পরিবেশগত নির্ধারকগুলিতে ব্যাপক দুর্বল অভিজ্ঞতার ফলে স্বাস্থ্য, সম্পদ এবং অন্যান্য কারণে ক্ষতিগ্রস্থতার মধ্যে রয়েছে এবং পরিবেশগত পরিবর্তনে বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকার জন্য যে ন্যূনতম সামর্থ থাকা প্রয়োজন তা তাদের নেই। এক্ষেত্রে জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নও উত্থাপন করা যায় কেননা বিশ্বের ৫০টি স্বল্পোন্নত দেশ বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাসের 1% ও নির্গত করে না।

বাংলাদেশ প্রায় ৪০৫ টি নদ-নদী নিয়ে গঠিত একটি নিম্ন-অববাহিকার দেশ এবং এটি পদ্মা (গঙ্গা), মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র ইত্যাদি প্রমত্তা নদ-নদী দ্বারা বেষ্টিত বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ। ভৌগোলিক অবস্থান ও জলবায়ুজনিত কারণে দেশটি আবহাওয়া, জলজ (পানীয়) এবং ভূতাত্ত্বিক দুর্যোগ দেশকে বিপদাপন্ন করে তুলেছে। এই আপদগুলো প্রায়ই দুর্যোগের দিকে ধাবিত হয় এবং বন্যা, ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, নদী ভাঙন, অবকাঠামো ধস, জলাবদ্ধতা, পানি এবং মাটির লবণাক্ততা, মহামারী এবং বিভিন্ন ধরণের দূষণ রূপে জনজীবনকে আক্রান্ত করে।

বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 33 মিনিট উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 01 মিনিট এবং 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব এশিয়ার পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে মেঘালয়, আসাম ও ত্রিপুরা, পূর্বে ত্রিপুরা ও মিজোরাম রাজ্য অবস্থিত। বাংলাদেশও দক্ষিণ-পূর্ব কোণে মিয়ানমারের সাথে সীমানা ভাগ করে নিয়েছে। দক্ষিণে এই দেশের একটি দীর্ঘ সমুদ্র উপকূল রয়েছে বঙ্গোপসাগর ঘেঁষে।

মাটির গঠন অনুযায়ী বাংলাদেশকে তিনটি স্বতন্ত্র অঞ্চল যথাক্রমে (ক) বন্যা সমভূমি (খ) টেরেস এবং (গ) পাহাড়ে প্রতিটি শ্রেণির নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত শ্রেণিতে শ্রেণিবদ্ধ করা যেতে পারে। মাটির গঠন অনুযায়ী দেশকে 24টি উপ-অঞ্চল এবং 54টি ইউনিটে বিভক্ত করা হয়েছে (বাংলাপিডিয়া, ২০১৪) । প্রধান উপ-অঞ্চল চিত্র 1.1 এ দেখানো হয়েছে।


০2. বাংলাদেশের পরিবেশগত পরিস্থিতি:

দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের মৌলিক চাহিদা যেমন: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও সামাজিক সুরক্ষা ইত্যাদির চাহিদা দিন দিন বাড়ছে। এ ছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রায় প্রতিবছরই এদেশের মানুষের জীবন-জীবিকা ও সম্পদের ব্যাপক ক্ষয়-ক্ষতি ঘটিয়ে চলছে যা প্রকারান্তে বাংলাদেশকে বিশ্বে একটি দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিত করছে। বিপুল জনগোষ্ঠীর ক্রমবর্ধমান চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসযজ্ঞ মোকাবেলায় মানব সম্পদ উন্নয়ন ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বেগবান করতে হবে।

কর্মসংস্থান সৃষ্টি ও আয়বর্ধনে ভূমি ও পানির এক অত্যাবশ্যকীয় প্রভাব রয়েছে। মূলত ফসল উৎপাদনে এ দুটো প্রাকৃতিক সম্পদ অপরিহার্য অবদান রয়েছে। সুতরাং, অর্থনৈতিক কার্যক্রম, পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় ভূমি ও পানির সম্পৃ্ক্ততা অনস্বীকার্য। এ ছাড়াও জীবিকা নির্বাহে মাছ ধরা, শিকার এবং সংগ্রহের ক্ষেত্রে ভূমি ও পানির প্রাচুর্যে গড়া একটি উত্তম জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন, জলাশয় এবং জলাভূমির মতো নির্দিষ্ট বাস্তুসংস্থান আমাদের দেশের জীব-বৈচিত্র্য সংরক্ষণে অন্যতম প্রধান অনুঘটক হিসেবে কাজ করে।

এটা স্পষ্ট প্রতীয়মান যে, অতীতের অপরিকল্পিত অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিবেশের অবক্ষয়কে ত্বরান্বিত করেছে এবং পরিবেশের নিজস্ব পরিচলন ক্ষমতা এবং সহনশীলতাকে বিরূপভাবে প্রভাবিত করেছে। দেশ বর্তমানে যে অর্থনৈতিক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেছে তা কখনোই টেকসই ও কার্যকর হবেনা যদি না বায়ু, পানি, ভূমি এবং ভূ-জীববৈচিত্রের মতো প্রধান প্রধান প্রতিবেশগত অনুঘটকগুলো টেকসই হয়। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও জীবনযাত্রার ক্রমোন্নয়নের ধারা টেকসই ও অব্যাহত রাখার লক্ষ্যে জাতিকে অবশ্যই পরিবেশগত প্রাকৃতিক উপাদানসমূহ পুনরুদ্ধারের দিকে আরও বেশি মনোনিবেশ করতে হবে। সুতরাং বাংলাদেশে টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য পরিবেশগত সূচকসমূহ পরিবীক্ষণ, মূল্যায়ন ও বাস্তবায়ন করার প্রয়োজনীয়তা রয়েছে।


০৩. বাংলাদেশের ভৌগোলিক বিবরণ:

বাংলাদেশের একটি বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য ও বিন্যাস রয়েছে। এর উত্তরে হিমালয় পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর ও এর মোহনার দিকে রয়েছে মেঘনা নদী এবং পশ্চিমে ও পূর্বে ভারতীয় ভূখণ্ডের বিস্তৃত অঞ্চল রয়েছে।

বাংলাদেশ প্রায় ৪০৫ টি নদ-নদী নিয়ে গঠিত একটি নিম্ন-অববাহিকার দেশ এবং এটি পদ্মা (গঙ্গা), মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র ইত্যাদি প্রমত্তা নদ-নদী দ্বারা বেষ্টিত বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ। ভৌগোলিক অবস্থান ও জলবায়ুজনিত কারণে দেশটি আবহাওয়া, জলজ (পানীয়) এবং ভূতাত্ত্বিক দুর্যোগ দেশকে বিপদাপন্ন করে তুলেছে। এই আপদগুলো প্রায়ই দুর্যোগের দিকে ধাবিত হয় এবং বন্যা, ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, নদী ভাঙন, অবকাঠামো ধস, জলাবদ্ধতা, পানি এবং মাটির লবণাক্ততা, মহামারী এবং বিভিন্ন ধরণের দূষণ রূপে জনজীবনকে আক্রান্ত করে।

বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 33 মিনিট উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 01 মিনিট এবং 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব এশিয়ার পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে মেঘালয়, আসাম ও ত্রিপুরা, পূর্বে ত্রিপুরা ও মিজোরাম রাজ্য অবস্থিত। বাংলাদেশও দক্ষিণ-পূর্ব কোণে মিয়ানমারের সাথে সীমানা ভাগ করে নিয়েছে। দক্ষিণে এই দেশের একটি দীর্ঘ সমুদ্র উপকূল রয়েছে বঙ্গোপসাগর ঘেঁষে।

মাটির গঠন অনুযায়ী বাংলাদেশকে তিনটি স্বতন্ত্র অঞ্চল যথাক্রমে (ক) বন্যা সমভূমি (খ) টেরেস এবং (গ) পাহাড়ে প্রতিটি শ্রেণির নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত শ্রেণিতে শ্রেণিবদ্ধ করা যেতে পারে। মাটির গঠন অনুযায়ী দেশকে 24টি উপ-অঞ্চল এবং 54টি ইউনিটে বিভক্ত করা হয়েছে (বাংলাপিডিয়া, ২০১৪) । প্রধান উপ-অঞ্চল চিত্র 1.1 এ দেখানো হয়েছে।


Overview of Environment Statistics

01. Global Perspectives:

The global climate is changing far more rapidly than anticipated in the early studies. Over the last few years, weather related extreme events such as cyclones, floods, tornados, thunderstorms, droughts, heat stress, wild fires etc. have affected all parts of the world. Even the silent ice caps of the Arctic are melting faster and drawing global concern. Many of the mountain glaciers are retreating at an unprecedented rate. Climate change impacts have been already visible across the world in various forms. This is demonstrated through various recent extreme climatic events around the world. Climate change has brought about severe and possibly permanent alterations to our planet’s geological, biological and ecological systems.

The Intergovernmental Panel on Climate Change (IPCC) contended in 2003 that “there is new and stronger evidence that most of the warming observed over the last 50 years is attributable to human activities”. These changes have led to the emergence of large-scale environmental hazards to human health, such as extreme weather, ozone depletion, loss of biodiversity, stresses to food-producing systems and the global spread of infectious diseases. To date adequate research has not been conducted on the impacts of climate change on health, food supply, economic growth, migration, security, societal change, and public goods, such as drinking water, than on the geophysical changes related to global warming. Impacts on human can be both negative and positive.

Numerous studies suggest, however, that the current and future impacts of climate change on human society are and will continue to be overwhelmingly negative. The majority of the adverse effects of climate change are experienced by poor and low-income communities around the world, who have much higher levels of vulnerability to environmental determinants of health, wealth and other factors, and much lower levels of capacity available for coping with environmental change. This also raises questions of climate justice, since the 50 least developed countries of the world account for not more than 1% of worldwide emissions of greenhouse gases.

Bangladesh is a low-lying country with 405 rivers and it’s the largest delta in the World formed by the mighty rivers namely the Padma (the Ganges), the Jamuna, the Brahamaputra, the Meghna etc. The geography and climate have made the country vulnerable to different meteorological, hydrological and geological hazards. These hazards often lead to disasters and the major ones in the country are floods, cyclones, droughts, tidal surges, tornadoes, earthquakes, river erosion, infrastructure collapse, water logging, water and soil salinity, epidemic, and various forms of pollution etc.

Bangladesh is located in the tropics between 20 degrees 34 minutes to 26 degrees 33 minutes north latitude and 88 degrees 01 minutes and 92 degrees 41 minutes east longitude of East Asia. Bangladesh is bounded on the west by West Bengal, on the north by Meghalaya, Assam and Tripura, and on the east by Tripura and Mizoram of India. Bangladesh also shares a border with Myanmar in the southeast corner. To the south, the country has a long coastline bordering by the Bay of Bengal.

In accordance with composition of soil, Bangladesh may be classified into three distinct regions (a) flood plains (b) terraces and (c) hills each having distinguishing characteristics of its own. The physiography of the country has been divided into 24 sub-regions and 54 units (Banglapedia, 2014). Major sub-regions are shown in Figure 1.1


02. Environmental Situation in Bangladesh:

Rapid population growth is implying increasing demands for basic requirements of life such as water, food, shelter, clothes, Medicare, education, security etc. In addition to this, frequent floods, cyclones, tidal surges, droughts occur almost every year causing colossal damage to lives and properties which have represented Bangladesh as a disaster-prone country. To meet the growing demand of the vast population and to cope with the devastation of natural disasters, the economy must grow faster in a sustainable basis by proper utilization of natural, human and other resources.

Natural resources such as land and water have a dominant role in income and employment generation as these constitute the two major inevitable physical inputs required for crop production. Thus, these have linked with economic function and environmental and natural resources. A rich bio-diversity with land and water are making the advantages of directly consuming some of the resources (subsistence fishing, hunting and gathering activities). Specific ecological system such as forest, water bodies and wetlands play a major role in the preservation of bio-diversity of our country.

It is evident that our unplanned economic growth in the past has increased environmental degradation and adversely affected carrying capacity and resilience of the environment. The country thus currently emphasizes on economic development that cannot be effective on a sustained basis if the quality of the major environmental elements like air, Water, land and biota are restored sustainable which have started deteriorating because of increased economic activities. To sustain higher economic growth and standard of living, the nation thus must give greater attention to restoration of environmental ingredients principally towards ecologically sustainable development. Monitoring, evaluation and implementation of environmental issues are, therefore, the essential requirement to ensure sustainable development for Bangladesh.


03. Geographical features of Bangladesh:

Bangladesh has a special geographical features and settings. It has the Himalayan range to the north, the Bay of Bengal to the south with its funnelling towards Meghna estuary and the vast stretch of Indian land to the west.

Bangladesh is a low-lying country with 405 rivers and it’s the largest delta in the World formed by the mighty rivers namely the Padma (the Ganges), the Jamuna, the Brahamaputra, the Meghna etc. The geography and climate have made the country vulnerable to different meteorological, hydrological and geological hazards. These hazards often lead to disasters and the major ones in the country are floods, cyclones, droughts, tidal surges, tornadoes, earthquakes, river erosion, infrastructure collapse, water logging, water and soil salinity, epidemic, and various forms of pollution etc.

Bangladesh is located in the tropics between 20 degrees 34 minutes to 26 degrees 33 minutes north latitude and 88 degrees 01 minutes and 92 degrees 41 minutes east longitude of East Asia. Bangladesh is bounded on the west by West Bengal, on the north by Meghalaya, Assam and Tripura, and on the east by Tripura and Mizoram of India. Bangladesh also shares a border with Myanmar in the southeast corner. To the south, the country has a long coastline bordering by the Bay of Bengal.

In accordance with composition of soil, Bangladesh may be classified into three distinct regions (a) flood plains (b) terraces and (c) hills each having distinguishing characteristics of its own. The physiography of the country has been divided into 24 sub-regions and 54 units (Banglapedia, 2014). Major sub-regions are shown in Figure 1.1



image
Figure 1.1 : Physiographic Division of Bangladesh

image
Source: Banglapedia

০৪. এসডিজি এবং এফডিইএস:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০ গৃহীত হয়, যার মধ্যে ১৭টি অভীষ্ট (টেকসই উন্নয়ন অভীষ্ট হিসাবে চিহ্নিত) এবং ১৬৯ টি লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে। এ টেকসই উন্নয়ন এজেন্ডার মূল প্রতিপাদ্য বিষয়বস্তু হলো, সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত বাস্তুসংস্থানের টেকসই উন্নয়ন নিশ্চিতকরণপূর্বক যেকোন উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করা।

২০৩০ এজেন্ডা ও এর মাধ্যমে গৃহীত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন পরিবীক্ষণে পরিসংখ্যানের বেশ কিছু ক্ষেত্রকে গুরুত্ব প্রদান করা হয়েছে। সমুদ্র এবং সামুদ্রিক সম্পদ, বাস্তুসংস্থান ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ, ভূমি অবক্ষয় এবং মরুকরণ রোধ এসডিজি’র একটি অন্যতম অভীষ্ট। পরিবেশের এসব ক্ষেত্রসমূহের টেকসই উন্নয়ন এসডিজির আওতায় উন্নয়নের মূলধারার সাথে সম্পূর্ণরূপে সম্পৃক্ত করা দরকার। প্রায় অর্ধেকের মতো এসডিজি টার্গেট সংকলন ও নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণের জন্য পরিবেশ পরিসংখ্যানের প্রয়োজন। বলা যায়, পাশাপশি দুটি পরিবেশ ফ্রেমওয়ার্কের মধ্যে এফডিইএস-2013 ও এসডিজি সূচক কাঠামোর সাথে একটি শক্তিশালী যোগসূত্র রয়েছে।


০৫. পরিবেশ পরিসংখ্যানের প্রয়োজনীয়তা:

বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় /বিভাগ /অধিদপ্তর /সংস্থা/ পরিবেশ সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ, সংকলন ও প্রকাশ করে থাকে। এসব তথ্য-উপাত্ত প্রতিষ্ঠানগুলো বহুলাংশেই নিজস্ব প্রশাসনিক কার্যক্রমে ব্যবহার করে। উল্লেখ্য যে, পরিবেশ সংক্রান্ত আন্ত:বিভাগীয় তথ্য-উপাত্ত সংকলন ও সমন্বয়ে সরকারের সংস্থাগুলোর মধ্যে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন যা প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত সংগ্রহ ও এর কার্যকর পদ্ধতিগুলো পারস্পরিক সামঞ্জস্যপূর্ণ, কাঠামোগত ও একীভূত ডাটাবেস তৈরির জন্য সুসংগঠিত করবে। পরিবেশ সংক্রান্ত পরিসংখ্যানিক তথ্য এবং বিভাজিত তথ্যের যে কোন ঘাটতি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতিকে বিভিন্ন মাত্রায় বাধা সৃষ্টি করতে পারে।। এটি বোঝাও গুরুত্বপূর্ণ যে, কোন পরিবেশগত ডেটাসেটের প্রয়োজনীয়তা অধিকতর গ্রহণযোগ্য করতে সুসংহত / ইউনিফাইড পরিবেশ ডাটাবেস প্রস্তুত করতে হবে।


০৬. পরিবেশের পরিসংখ্যানের পরিধি:

পরিবেশের পরিসংখ্যানের পরিধি হিসেবে পরিবেশের জৈবিক এবং আর্থ-সামাজিক অবস্থাকে বিবেচনা করা হয় যা সরাসরি পরিবেশের সাথে সম্পৃক্ত এবং পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করে থাকে। সুতরাং পরিবেশ পরিসংখ্যানের সাথে, সামাজিক এবং অর্থনৈতিক পরিসংখ্যানকে স্পষ্টভাবে বিভাজন করা মোটেও সহজ কাজ নয়।

পরিবেশের সামগ্রিক অবস্থা তথা এর পরিবর্তন বুঝাতে পরিবেশের সংখ্যাতাত্ত্বিক ও গুণাত্মক দুই ধরনের তথ্য-উপাত্ত ব্যবহার করতে হয়। পরিবেশের সংখ্যাতাত্ত্বিক তথ্য-উপাত্ত মূলত তথ্য, পরিসংখ্যান এবং বিভিন্ন সূচক আকারে নিরূপণ করা হয় এবং এটি সাধারণত ডেটাবেস, স্প্রেডশিট, সংকলন এবং পরিসংখ্যানের বিভিন্ন বর্ষগ্রন্থের মাধ্যমে প্রকাশ করা হয়। পক্ষান্তরে, পরিবেশের গুণাত্মক তথ্য মূলত ছবি এবং বিবরণের মাধ্যমে প্রকাশ করা হয় যেখানে সংখ্যাতাত্ত্বিক বা পরিসংখ্যানিক উপস্থাপনার আধিক্য খুব একটা দেখা যায়না।


০৭. পরিবেশগত পরিসংখ্যানের উৎস:

পরিবেশগত পরিসংখ্যান সাধারণত বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত সমন্বয় ও সংকলন করে থাকে। সুতরাং বলা যায়,পরিবেশ পরিসংখ্যানের তথ্য-উপাত্ত সংগ্রহের প্রাথমিক পদ্ধতি হিসেবে শুধুমাত্র শুমারি, জরিপ নয় বরং এ তথ্য-উপাত্ত সরকারের অনেক বিভাগ/ সংস্থা হতে সংগ্রহপূর্বক সংকলন করা হয়।

পরিবেশগত পরিসংখ্যানের উৎসগুলোর মধ্যে রয়েছে:
i) শুমারি/ জরিপ (যেমন: জনসংখ্যা, আবাসন, দারিদ্র্য, কৃষি, শিল্প, অর্থনৈতিক কার্যক্রম, পরিবার, কর্মসংস্থান, পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে শুমারি বা নমুনা জরিপ);

ii) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য দায়িত্বপ্রাপ্ত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ ও বেসরকারি সংস্থা/ সংস্থার প্রশাসনিক রেকর্ডস;

iii) দূর অনুধাবন এবং থিম্যাটিক ম্যাপিং (যেমন: স্যাটেলাইট ইমেজিং এবং ভূমি ব্যবহারের ম্যাপিং ও ভূমির সীমা, জলাশয় বা বনাঞ্চল প্রভৃতি);

iv) পর্রিবীক্ষণ ব্যবস্থাসমূহ (যেমন, জলের গুণগতমান, বায়ু দূষণ বা জলবায়ু ইত্যাদির জন্য মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ স্টেশন);

v) বৈদেশিক বা আন্তর্জাতিক চাহিদা পূরণের জন্য বৈজ্ঞানিক গবেষণা এবং বিশেষ প্রকল্প গ্রহণ প্রভৃতি।

এছাড়াও, বায়ুতে বিভিন্ন গ্যাসের নির্গমন প্রাক্কলনে করতে হলে শুধুমাত্র পরিসংখ্যানিক জরিপ যথেষ্ট নয় এক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণার সহযোগিতাও অপরিহার্য হয়ে পড়ে। যদিও পরিসংখ্যানিক জরিপ এবং প্রশাসনিক রেকর্ড সাধারণত পরিসংখ্যানের সর্বক্ষেত্রে (অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশ) ব্যবহৃত হয় কিন্তু বর্তমানে পরিসংখ্যানে দূর অনুধাবনের তথ্য-উপাত্ত এবং তথ্যের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ পর্যবেক্ষণ কেন্দ্র হতে প্রাপ্ত তথ্য-উপাত্ত, পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা এবং এ বিষয়ক গৃহীত বিভিন্ন প্রকল্প হতে পরিবেশ পরিসংখ্যান প্রণয়ন ও প্রস্তুত করা হয়।


০৮. জাতিসংঘের পরিবেশ পরিসংখ্যান উন্নয়ন কাঠামো:

বিভিন্ন দেশ কর্তৃক সংকলিত পরিবেশগত পরিসংখ্যানকে একই মানদণ্ডে আনয়নের লক্ষ্যে জাতিসংঘের পরিসংখ্যান বিভাগ (ইউএনএসডি) ১৯৮৪ সালে ‘পরিবেশ পরিসংখ্যানের উন্নয়নের জন্য একটি ফ্রেমওয়ার্ক (এফডিইএস)’ প্রস্তুত ও প্রকাশ করে। এফডিইএস এর আওতায় পরিসংখ্যানের বিষয়বস্তু হলো: পরিবেশগত উদ্বেগের সেই দিকগুলো যা পরিসংখ্যানগত ব্যাখ্যা ও বিশ্লেষণের বিষয় হতে পারে। এটি পরিবেশগত ও আর্থ-সামাজিক সম্পর্কিত তথ্য-উপাত্তের উন্নয়ন ও সংগঠিত করার জন্য একটি গ্রহণযোগ্য/নমনীয় কাঠামো।

১৯৮৪ সালে এফডিইএস প্রকাশের পর থেকে পরিবেশ পরিসংখ্যানের বিভিন্ন ক্ষেত্রে বৈজ্ঞানিক, রাজনৈতিক, প্রযুক্তিগত, পরিসংখ্যানগত এবং অভিজ্ঞতাভিত্তিক উন্নয়ন ঘটেছে যার কারণে এফডিইএসের সংশোধন প্রয়োজন। ২০১৩ সালে জাতিসংঘের পরিসংখ্যান কমিশন ৪৪তম অধিবেশনে এফডিইএস এর সংশোধিত কাঠামোকে অনুমোদন প্রদান করে এবং জাতিসংঘের পরিসংখ্যান বিভাগ (ইউএনএসডি) কর্তৃক এফডিইএস 2013 এর চূড়ান্ত সম্পাদিত সংস্করণটি ২০১৬ সালের জুন মাসে প্রকাশিত হয়।

এফডিইএস 2013 পরিবেশগত পরিসংখ্যানের বহুমাত্রিক প্রকৃতি সম্পর্কিত বিষয়গুলোকে উপস্থাপন করে। এটি ধারণা ভিত্তিক সংগঠিত কাঠামো যা পরিবেশ পরিস্থিতিকে প্রভাবিত করে এমন কার্যক্রম এবং তাদের পরিবেশগত প্রভাব প্রাক্কলন করার জন্য বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় জৈবিক তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। এ সকল তথ্য-উপাত্ত প্রমাণকভিত্তিক নীতি বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজন।

এফডিইএস একটি বহু-স্তর বিশিষ্ট পদ্ধতি বা কাঠামো। এ কাঠামোর প্রথম স্তরটি ছয়টি মৌলিক উপাদানকে নির্দেশ করে। এফডিইএস এর প্রতিটি পৃথক উপাদান তার নিজস্ব উপ-উপাদান (দ্বিতীয় স্তর) এবং পরিসংখ্যানের বিষয়সমূহকে (তৃতীয় স্তর) পুনর্বিভক্ত করে। পরিসংখ্যানের বিভিন্ন দিক এফডিইএসের পরিমাপযোগ্য উপাদানগুলোকে উপস্থাপন করে। স্বতন্ত্র পরিসংখ্যানকে সংশ্লেষ করে এর উপাদান, উপ-উপাদান, পরিসংখ্যানগত বিষয় এবং একটি বিস্তৃত, ধারাবাহিক এবং সুসংগত পদ্ধতিতে উপস্থাপনের জন্য এফডিইএস একটি সাংগঠনিক কাঠামো সরবরাহ করে।

নিম্নবর্ণিত তিনটি স্তর মূলত পরিবেশ পরিসংখ্যানের মূল/মৌলিক উপাদান হিসেবে কাজ করে:

(ক) টায়ার 1 হলো পরিবেশগত পরিসংখ্যানের 100 টি সূচকের মূল সেট, যা বেশিরভাগ দেশেই উচ্চ অগ্রাধিকার প্রাপ্ত এবং প্রাসঙ্গিক বিষয় এবং এর একটি পরিপূর্ণ পদ্ধতিগত ভিত্তি রয়েছে।

(খ) টায়ার ২-এ পরিবেশগত পরিসংখ্যান অন্তর্ভুক্ত রয়েছে যা বেশিরভাগ দেশের কাছে অগ্রাধিকারপ্রাপ্ত এবং প্রাসঙ্গিক তবে সময়, সংস্থান বা পদ্ধতিগত উন্নয়নে আরও বেশি বিনিয়োগের প্রয়োজন রয়েছে।

(গ) টায়ার 3 এ পরিবেশগত পরিসংখ্যান অন্তর্ভুক্ত তবে এটি স্বল্প অগ্রাধিকারভুক্ত যার যথেষ্ট পদ্ধতিগত উন্নয়নের প্রয়োজন রয়েছে।

পরিবেশগত পরিসংখ্যানের মূল সেট (অর্থাৎ স্তর 1) মতামতের ভিত্তিতে একটি বিস্তৃত ঐক্যমতের প্রতিনিধিত্ব করে। এটি মূলত স্বল্পমেয়াদি জাতীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক পরিবেশগত পরিসংখ্যান সংগ্রহ ও সমন্বয়কে উৎসাহিত করার উদ্দেশ্যে করা হয়েছে।

পক্ষান্তরে, অগ্রাধিকার এবং সম্পদের উপর নির্ভর করে সদস্য দেশগুলোকে যথাক্রমে মধ্য এবং দীর্ঘমেয়াদি টিয়ার 2 এবং 3 পরিসংখ্যান প্রণয়ন করতে উৎসাহিত করা হয়।


০৯. প্রকাশনা সংগঠন:

পরিবেশ পরিসংখ্যান 2020 প্রকাশনাটি বাংলাদেশ পরিবেশগত পরিসংখ্যান ফ্রেমওয়ার্ক (বিইএসএফ) ২০১৬-20৩০ চূড়ান্ত হওয়ার পর দ্বিতীয় সংকলন। ফ্রেমওয়ার্কটি পরিবেশ পরিসংখ্যানকে ছয়টি উপাদানে সংগঠিত করে:

ক) পরিবেশগত পরিস্থিতি এবং গুণগতমান,
খ) পরিবেশগত সংস্থান/সম্পদ ও তার ব্যবহার;
গ) অবশিষ্টাংশ;
ঘ) বাহ্যিক ঘটনা ও দুর্যোগ/বিপর্যয়;
ঙ) মানব বসতি এবং পরিবেশগত স্বাস্থ্য; এবং
চ) পরিবেশগত সুরক্ষা, ব্যবস্থাপনা এবং সম্পৃক্ততা।

এই সংকলনে পরিবেশগত পরিসংখ্যান নিম্নরূপে উপস্থাপিত/ সংগঠিত হয়েছে:


04. SDGs and FDES:

The 70th Session of the UN General Assembly adopted the Sustainable Development Agenda 2030, which includes 17 goals (identified as Sustainable Development Goals) and 169 targets. The main theme of this Sustainable Development Agenda is to undertake any development activities to ensure sustainable development of social, economic and environmental ecosystems.

The 2030 Agenda and its indicator framework have, therefore, highlighted a number of statistical areas, which would be required for monitoring the achievement of the SDGs. The environmental dimension of sustainable development is fully reinforced in the goals on oceans and marine resources, ecosystems and biodiversity, land degradation and desertification, and is also mainstreamed/embedded under all other goals. Almost half of the SDG targets require environment statistics in order to be able to compile its indicators and enable regular monitoring of progress. Presumably because of the concurrent development of the two frameworks, FDES 2013 has a strong linkage with the SDG indicator framework.


05. Need for Environment Statistics:

In the afforsaid activities of the Government of Bangladesh require environmental statistics and coordination efforts among the relevant Ministries/ Divisions/ Departments/ Organizations/ other Agencies that produce relevant data, which should seek to align their working methodologies to create compatible, wellstructured and unified databases. Any deficit of statistical data and disaggregated information may impede, in varying degrees, the integrated approaches in decision making. It is also important to understand which environmental datasets would be required to populate this integrated/ unified database to maximize its usefulness.


06. Scope of Environment Statistics:

The scope of environmental statistics covers biophysical aspects of the environment and those aspects of the socio-economic system that directly influence and interact with the environment. Consequently, it is not easy to draw a clear line dividing the environment, social and economic statistics

Environmental information includes quantitative and qualitative facts describing the state of the environment and its changes. Quantitative environmental information is generally produced in the form of data, statistics and indicators, and is generally disseminated through databases, spreadsheets, compilation and different Statistical Yearbooks. Qualitative environmental information consists of descriptions (e.g., textual or pictorial) of the environment or its constituent parts that cannot be adequately represented by accurate quantitative descriptors.


07. Sources of environmental statistics:

Environmental statistics synthesize data originating from various types of sources. Thus, the data and information used to produce environmental statistics are not only compiled by many different collection techniques, but also by many different institutions/ organizations/ agencies. Types of sources include: i. Statistical Censuses/ surveys (e.g., censuses or sample surveys of population, housing, poverty, agriculture, enterprises, economic activities, households, employment, different aspects of environment management etc.);

ii. Administrative records of government and non-government organizations/ agencies responsible for natural resources, as well as other ministries and departments;

iii. Remote sensing and thematic mapping (e.g., satellite imaging and mapping of land use and land cover, water bodies or forest cover etc.);

iv. Monitoring systems (e.g., field-monitoring stations for water quality, air pollution or climate etc.);

v. Scientific research and special projects undertaken to fulfil domestic or international demand etc.

Moreover, in estimating certain types of emissions to the air and statistical surveys are used in combination with scientific research. While statistical surveys and administrative records are commonly used in all areas of statistics (economic, social and environment) and the use of remote sensing data and information have become widespread. The use of data from monitoring networks, scientific research and special projects are mostly specific to the production of environment statistics.


08. United Nations Framework for the Development of Environment Statistics:

In order to standardize the environmental statistics being compiled by different countries, the United Nations Statistical Division (UNSD) developed and published in 1984, ‘A Framework for the Development of Environment Statistics (FDES)’. The contents of the FDES are "statistical topics"; they are those aspects of environmental concerns that can be subjected to statistical description and analysis. It is a flexible framework for developing and organizing environmental and related socioeconomic information.

Since the publication of FDES in 1984, there have been a number of scientific, political, technological, statistical and experience-based developments which necessitated the revision of FDES. The UN Statistical Commission at its 44th Session held in 2013 endorsed the revised framework, referred to as FDES 2013, and the final official edited version of FDES 2013 was released by United Nations Statistics Division (UNSD) in June 2016.

The FDES 2013 addresses the issues related to the multidisciplinary nature of environmental statistics. It is providing a conceptually based organizing structure that brings together the necessary biophysical data originating from different sources to describe the activities affecting environmental conditions and to estimate their environmental impact, that are required for policy analysis and decision making.

The FDES uses a multi-level approach. The first level of the structure defines the six fundamental components. Each individual FDES component is further broken down into its respective sub-components (second level) and statistical topics (third level). The statistical topics represent the measurable aspects of the components of the FDES. The components, sub-components, statistical topics and individual statistics of the FDES provide an organizing structure for synthesizing and presenting the information in a comprehensive, consistent and coherent manner.

The complete list of statistics, referred to as the Basic Set of Environment Statistics in the following three tiers:

(a) Tier 1 is the Core Set of Environment Statistics with 100 indicators, which are of high priority and relevance to most countries and have a complete methodological foundation

(b) Tier 2 includes environment statistics that are of priority and relevance to most countries but need more investment in time, resources or methodological development.

(c) Tier 3 includes environment statistics which are either of less priority or require significant methodological development.

The Core Set of Environment Statistics (i.e., Tier 1) represents a broad consensus of opinion. It is intended to foster collection and coordination of environment statistics at the national, regional and global levels in the short-term.

Consequently, depending on their priorities and resources, member countries are encouraged to consider producing Tier 2 and Tier 3 statistics in the medium and in the long-term respectively.


09. Organization of the Publication:

This Publication of Environment Statistics 2020 is the second compilation since the finalization of the Bangladesh Environmental Statistics Framework (BESF) 2016-2030. The Framework organizes environment statistics into six components:

a) Environmental Conditions and Quality,
b) Environmental Resources and their Use;
c) Residuals;
d) External Events and Disasters;
e) Human Settlement and Environmental Health; and
f) Environmental Protection, Management and Engagement.

Environmental Statistics presented in this compilation are organized as follows: